Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইক টাইসনের ওমরাহ পালন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

আমেরিকান সাবেক পেশাদার বক্সার মাইক টাইসন ওমরাহ পালনের জন্য ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কা মোয়াজ্জমা সফর করেছেন। মার্কিন গায়ক ডিজে খালেদও পবিত্র নগরী পরিদর্শন করেন। তিনি পবিত্র কাবা পরিদর্শনের একাধিক ভিডিও এবং ছবি শেয়ার করেছেন।

তিনি লিখেছেন, ‘দ্বিতীয়বার মক্কায় হেঁটে আমার চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়েছিল। আমার সারা জীবন আমি মক্কায় গিয়ে প্রার্থনা করতে এবং আল্লাহর কৃতজ্ঞতা জানাতে চেয়েছিলাম। আমি আরো প্রাণস্পন্দনের জন্য, আরো ভালবাসার জন্য, বিশ্বের সকলের জন্য শান্তি, আরো আনন্দ, আরো স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য আল্লাহ কাছে প্রার্থনা করেছি। ।

ডিজে খালেদের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে মাইক টাইসনকেও দেখা গেছে। তারা মক্কায় যাত্রা শুরু করার সাথে সাথে তিনি টাইসনের সাথে একটি ছবিও পোস্ট করেন। উল্লেখ্য, মাইক টাইসন ১৯৯২ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সূত্র : ইকনা।



 

Show all comments
  • Sumon Sumon ১২ ডিসেম্বর, ২০২২, ৮:৪৬ এএম says : 0
    আল্লাহ তায়ালা কবুল করুন, দ্বীনের পথে রাখুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ