Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

প্যারিসে ফ্রান্স ও মরক্কো সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার ৭৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১০:২৯ পিএম

বিশ্বকাপে সেমি-ফাইনালে জায়গা করে নেওয়ার আনন্দ উদযাপনে প্যারিসে জড়ো হয়েছিলেন ফ্রান্স ও মরক্কোর ভক্তরা। সেখানে এক পর্যায়ে পুলিশে সঙ্গে মারামারি বেধে যায় তাদের। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে ফরাসি পুলিশকে। ৭৪ জনকে গ্রেপ্তার করেছে। -রয়টার্স

তৃতীয় কোয়ার্টার-ফাইনালে গত শনিবার পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শেষ চারের টিকেট পায় মরক্কো।এরপর থেকেই ফ্রান্সের বিখ্যাত প্যারিসিয়ান এভিনিউতে স্লোগান দিয়ে, পতাকা নেড়ে ও গাড়ির হর্ন বাজিয়ে উদযাপনে যোগ দেন আফ্রিকার দেশটির হাজারো সমর্থক। ওই সময়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর মরক্কো ভক্তদের সঙ্গে যোগ দেন ফ্রান্সের সমর্থকরাও। এরপর পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।বার্তা সংস্থা রয়টার্সের টিভি ফুটেজে লোকজনকে দোকান ভাঙচুর ও পুলিশের সঙ্গে মারামারি করতে দেখা গেছে। কিছু কিছু জায়গায় আগুনও জ্বলতে দেখা গেছে।আগামী বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ