Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আম পাড়তে গিয়ে তলোয়ারের কোপে জখম তিন নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

অনুমতি ছাড়াই গাছ থেকে আম পাড়ার অভিযোগে প্রতিবেশী এক কিশোরীসহ তিন নারীকে তলোয়ার দিয়ে এলোপাতাড়ি কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার আলাপ্পুঝার কায়ামকুলামে। শুক্রবার রাতে মূল অভিযুক্ত জয়েশ ওরফে বিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, আতশবাজি ফাটানো নিয়ে বিজুর সাথে তার প্রতিবেশীর দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয় বেশ কয়েক বার। তার পর থেকেই ‘বদলা’ নেওয়ার ছক কষছিলেন বিজু। দিন কয়েক আগে বিজু জানতে পারেন, তার বাগানের একটি আমগাছ থেকে ওই প্রতিবেশীর বাড়ির কয়েকজন সদস্য আম পেড়েছেন। এই খবর কানে পৌঁছাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন বিজু। ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগও এসে যায়। অভিযোগ উঠেছে, এর পর দলবল নিয়ে প্রতিবেশীর বাড়িতে চড়াও হন বিজু। তাকে বাধা দিতে গেলে প্রতিবেশী ২ নারী এবং এক কিশোরীকে তলোয়ার দিয়ে কোপানো ঘটনা ঘটে। এই হামলায় জখম হন ৩ জন। অভিযোগে বলা হয়েছে, আহতদের চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এলে দলবল নিয়ে পালান বিজু। তার পর থেকেই পলাতক ছিলেন তিনি। এ ঘটনার পর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিজু এবং তার ২ সঙ্গীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ