Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলবেঁধে দিনদুপুরে নারী অপহরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের তেলেঙ্গানা রাজ্যে অন্তত ৪০ জন পুরুষের একটি দল ২৪ বছর বয়সী এক নারীকে অপহরণ করেছে। শুক্রবার প্রকাশ্য দিবালোকে পেশায় দাঁতের চিকিৎসক এই নারীকে অপহরণ করা হয়। সোশাল মিডিয়াতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, অন্তত ৩০ জন জোর করে ওই নারীর বাড়িতে প্রবেশ করে। তারা এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে বের করে আনে। এরপর লাঠি ও রড দিয়ে তাকে পেটায়। অপর কয়েকজন বাড়ি ও একটি গাড়িতে ভাঙচুর করে। হায়দরাবাদের রাঙ্গা রেড্ডি এলাকার বাসিন্দা বৈশালিকে রাজ্য পুলিশ এক ঘণ্টা দীর্ঘ অভিযানে উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে ১৮ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ এবং মামলা নথিবদ্ধ হয়েছে। অপহরণে জড়িত অপর ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে। অপহৃত নারীর পরিবারের দাবি, শতাধিক পুরুষ তাদের বাড়িতে জোর করে প্রবেশ করে। এদের অর্ধেক বৈশালির ওপর হামলা চালায়। বৈশালির মা বলেন, প্রায় ৫০ জন দ্বিতীয় তলায় যায় এবং জোর করে মেয়েকে অপহরণ করে। পরিবারের পক্ষ থেকে বাড়ির ওপর পাশে চায়ের দোকানদার নবীন রেড্ডির বিরুদ্ধে দলবেঁধে অপরহরণে নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনেছেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ