Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সাথে চুক্তিবদ্ধ সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা প্রতিষ্ঠান হুয়াইয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সউদী আরব। দেশটিতে সফরে গিয়ে প্রতিরক্ষা চুক্তি করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্যে অন্যতম ছিল এ চুক্তিটি। এই পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত হলো। ক্লাউড কম্পিউটিং এবং সউদী আরবের শহরগুলোতে হাই-টেক কমপ্লেক্স নির্মাণে প্রযুক্তির জন্য চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বেশিরভাগ উপসাগরীয় দেশে ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপনে অংশগ্রহণকারী চীনা কোম্পানির প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের উদ্বেগ সত্ত্বেও চুক্তিটি করা হয়। সউদী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং- এর সাথে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছেন। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ বলেছেন যে রিয়াদ জ্বালানি ক্ষেত্রে চীনের নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে। এবং দেশ দুটি চীনা কারখানার জন্য রাজ্যে একটি আঞ্চলিক হাব প্রতিষ্ঠা করে জ্বালানি সরবরাহে সহযোগিতা বাড়াবে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ