মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে দুটি মামালা হয়েছে। এই অ্যাপসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এটি শিশুদের নিরাপত্তায় বিঘ্ন তৈরি করেছে। শিশুদের নিরাপত্তা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করেছে।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আগে থেকেই অ্যাপসটির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা হুমকি ও চীন গুপ্তচরবৃত্তির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এরই মধ্যে গত ৭ ডিসেম্বর এই মামলা করা হয়।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড রোকিতা এক বিবৃতিতে বলেছেন, টিকটক অ্যাপ আমাদের জন্য দূষিত ও ভয়ংকর হুমকি। এটি ইন্ডিয়ানা রাজ্যের ব্যবহারকারীদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।
মামলায় বলা হয়েছে, টিকটক অ্যালগরিদমগুলো ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য অ্যালকোহল, তামাক, মাদকদ্রব্য, যৌন বিষয়বস্তু, নগ্নতা ও ইঙ্গিতমূলক চিত্রিত বিষয়বস্তু প্রচার ও প্রকাশ করেছে।
এ ছাড়া অত্যন্ত সংবেদনশীল ডেটা এবং ব্যক্তিগত তথ্যের রিমগুলো অরক্ষিত হয়ে পড়েছে। তারা মনে করে এই তথ্যগুলো চীনা সরকারের কাছে সুরক্ষিত রয়েছে। ফলে এই আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে হয়েছে।
এ বিষয়ে টিকটকের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। তবে বলেছেন, 'আমাদের সম্প্রদায়ের নিরাপত্তা, গোপনীয়তা এবং নিরাপত্তা টিকটকের সর্বোচ্চ অগ্রাধিকার।'
টিকটক বলছে, 'আমাদের নীতিগুলোতে বয়স অনুসারে বৈশিষ্ট্যগুলো সীমিত করি। বয়স-উপযুক্ততা বা পারিবারিক স্বাচ্ছন্দ্যের ওপর ভিত্তি করে বিষয়বস্তু উপভোগ করার জন্য নতুন উপায়ে বিনিয়োগ অব্যাহত রাখি।'
উল্লেখ্য, টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হয়েছে। দেশটির বেশ কয়েকটি রাজ্য এবং সামরিক বাহিনী সরকারি ডিভাইসে এই অ্যাপসটির ব্যবহার নিষিদ্ধ। বুধবার টেক্সাস সর্বশেষ রাজ্য হিসেবে টিকটকের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
অ্যাপটির বিরুদ্ধে প্রায়শই বেইজিং সরকারের সঙ্গে যোগসাজসের অভিযোগ তোলা হয়। আশঙ্কা করা হয়, চীন বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ট্র্যাক করতে এবং অ্যাপসটির ডেটা ব্যবহার করতে বাধ্য করতে সক্ষম।
মার্কিন বৃহত্তর বাজারে ব্যবসা টিকিয়ে রাখতে টিকটক তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করছে। টিকটক বলছে, মার্কিন সরকারের জাতীয় নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আমাদের যুক্তিসঙ্গত অবস্থান আশা করি তুলে ধরতে পারবো।
এরও আগে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন ডিরেক্টর ক্রিস্টোফার ওয়ে আইনপ্রণেতাদের বলেছিলেন, তিনি টিকটকের সঙ্গে যুক্ত নিরাপত্তা ঝুঁকি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।