Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিশুর প্রাণিপ্রেম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

একটি ছোট শিশু একটি ভেড়ার বাচ্চা (ছাগল) ঠাণ্ডা থেকে বাঁচানোর একটি ভিডিও সামনে এসেছে। শীত মৌসুম এলেই মানুষের পাশাপাশি পাখিরাও আক্রান্ত হয় এবং সবাই একে এড়াতে বিভিন্ন উপায় অবলম্বন করে।
আমরা ঠান্ডা কমাতে গরম কাপড় ও বিছানা ব্যবহার করলেও আগুন জ্বালিয়ে এর তীব্রতা কমানোর চেষ্টা করি। এমনই একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি ছোট বাচ্চা ছাগলের বাচ্চাকে ঠাণ্ডা থেকে বাঁচানোর চেষ্টা করছে। ভিডিওতে দেখা যায়, একটি শিশু আগুনের সামনে বসে প্রচণ্ড ঠান্ডায় তার হাত গরম করছে এবং একই সাথে পাশের ছাগলের বাচ্চার গায়ে তার গরম হাত চালিয়ে ঠান্ডা থেকে বাঁচানোর চেষ্টা করছে।
শিশুটির এ মানবিক গুণসম্বলিত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় লাইক হচ্ছে এবং লোকেরাও তার উদ্যোগের প্রশংসা করছে। সূত্র : জং নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ