Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সাগরিকায় ‘সাইক্লোন’ কিষানের তাণ্ডব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

এই ম্যাচের আগে ওয়ানডেতে কোনো সেঞ্চুরিই ছিল না ঈশান কিশানের, ফিফটি যদিও ছিল তিনটি। নিজের প্রথম শতককেই তরুণ এই ওপেনার দিলেন ডাবল সেঞ্চুরির দরজা। বিস্ফোরক এই পথচলায় ভাঙালেন পুরোনো অনেক রেকর্ড, নতুন করে লেখালেন বেশ কিছু কীর্তিও-
১২৬ : ডাবল সেঞ্চুরি করতে কিষানের লেগেছে ১২৬ বল। ওয়ানডেতে এখন এটিই দ্রুততম ডাবল সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেট এ নিয়ে দেখল নয়টি ডাবল সেঞ্চুরি। ওয়ানডেতে ২০০ করা সপ্তম ব্যাটসম্যান কিষান। তিনি যার বদলে এ ম্যাচে খেলছেন, সেই রোহিতের আছে তিনটি ডাবল সেঞ্চুরি। কিষানের চেয়ে বেশি রানের ইনিংস আছে চারটি। এ ইনিংসের দিন কিষানের বয়স ২৪ বছর ১৪৫ দিন, ওয়ানডেতে এখন তিনিই সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান।
১ : ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া প্রথম ব্যাটসম্যান হলেন কিষান। এর আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ইনিংসে সর্বোচ্চ স্কোর ছিল জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রির। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৯৪ রানের ইনিংসটিই ছিল কভেন্ট্রির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মজার ব্যাপার হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে কভেন্ট্রির সেঞ্চুরি ওই একটিই।
৩৪ : ইনিংসে কিষানের বাউন্ডারি সংখ্যা- ২৪টি চার, ১০টি ছক্কা। বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে এটিই এখন রেকর্ড। আগের রেকর্ড ছিল শেন ওয়াটসনের- ৩০টি। ২০১৫ সালে মিরপুরে ১৮৫ রানের অপরাজিত ইনিংসে ১৫টি করে চার ও ছক্কা মেরেছিলেন ওয়াটসন। কিষানের ২৪টি চার বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ হলেও ছক্কার সংখ্যায় এগিয়ে থাকলেন ওয়াটসনই।
১০ : মাত্র দশম ম্যাচেই ডাবল সেঞ্চুরি পেলেন কিষান। প্রথম ডাবল সেঞ্চুরি পেতে সবচেয়ে কম সময় লেগেছে তার। ফখর জামানের লেগেছিল ১৭ ম্যাচ।
২৯০ : দ্বিতীয় উইকেট জুটিতে ২৯০ রান যোগ করেছেন ঈশান কিষান ও বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটেই এটি এখন সর্বোচ্চ জুটি। এর আগের রেকর্ড ছিল হাশিম আমলা ও কুইন্টন ডি ককের। ২০১৭ সালে কিম্বার্লিতে ওপেনিং জুটিতে দুজন যোগ করেছিলেন ২৮২ রান।
২ : বাংলাদেশের মাটিতে যেকোনো উইকেটে কিষান-কোহলির জুটি এখন এটি দ্বিতীয় সর্বোচ্চ। এখানে সবার ওপরে লিটন দাস ও তামিম ইকবালের ২৯২ রান, যে জুটি হয়েছিল ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে।
৩ : দ্বিতীয় উইকেটে ২৯০ রান- ভারতের তৃতীয় সর্বোচ্চ। তবে প্রতিপক্ষের মাঠে যেকোনো উইকেটে ভারতের এটি সর্বোচ্চ জুটি।
৪০৯/৮ : এ নিয়ে ২২ বার ওয়ানডে ক্রিকেট দেখল ৪০০ রানের ইনিংস। তবে বাংলাদেশের বিপক্ষে এটিই প্রথম ৪০০ রানের ঘটনা। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল ইংল্যান্ডের। ২০০৫ সালে নটিংহামে ৪ উইকেটে ৩৯১ রান তুলেছিল তারা।
৬ : এ নিয়ে ষষ্ঠবার ৪০০ বা এর বেশি রান তুলল ভারত। এ ক্ষেত্রে তারা ছুঁয়ে ফেলল দক্ষিণ আফ্রিকাকে। এ দুই দলের পর সর্বোচ্চ ৪০০ রানের ইনিংস আছে ইংল্যান্ডের- ৫টি। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ৪০০ ছুঁয়েছে দুবার করে, একবার নিউজিল্যান্ড।
২০১৯ : এ বছরই আন্তর্জাতিক সেঞ্চুরি খরা কাটিয়েছিলেন কোহলি, টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে। এবার সে খরা কাটল ওয়ানডেতে। গতকালের আগে ২০১৯ সালের আগস্টে সর্বশেষ এ সংস্করণে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।
৭২ : গতকালের সেঞ্চুরিটিও তার জন্য হয়ে থাকল বিশেষ কিছুই। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির এটি ৭২তম সেঞ্চুরি, এ তালিকায় রিকি পন্টিংকে (৭১) ছাড়িয়ে গেলেন তিনি। সেঞ্চুরির সংখ্যায় কোহলির ওপর থাকলেন শুধু ১০০ সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ