Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলে নতুন আঙ্গিকে সপ্তাহে মাত্র দু’দিন হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছিল এবার লিগের মধ্যেই মাঠে গড়াবে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ। অবশেষে টুর্নামেন্টের দিনক্ষণ চুড়ান্ত করেছে তারা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায় আগামী ২০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ। এবারের আসরে বিপিএলের ১১ দল অংশ নিচ্ছে। দলগুলো তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এর মধ্যে ‘এ’ গ্রুপে আছে চার দল, এরা হলো- মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও আজমপুর ফুটবল ক্লাব উত্তরা। ‘বি’ গ্রুপের চার দল হলো- বসুন্ধরার কিংস, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড। ‘সি’ গ্রুপের পড়েছে ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র ও পুলিশ ফুটবল ক্লাব। ২০ ডিসেম্বর গ্রুপ ‘এ’র দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে । গ্রুপ পর্বের ম্যাচ গুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো- মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ