Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাচরা দুটি নতুন পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ডাচ সরকার শুক্রবার বলেছে, তারা নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলে একটি শহরের কাছে দুটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। এটি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেবে। প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন, বোরসেল শহরের কাছাকাছি প্ল্যান্ট দুটির নির্মান কাজ ২০৩৫ সালের মধ্যে শেষ হবে এবং নেদারল্যান্ডসের চাহিদার ১৩ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করবে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে রুট বলেন, আমাদের মোট জ্বালানি সমন্বয়ে পারমাণবিক শক্তি যোগ করার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস করবো। এই জীবাশ্ম জ্বালানি যে দেশগুলো থেকে আসে তাদের ওপর নিজেদেরকে নির্ভরশীলতা কমিয়ে আনবো। রাশিয়ার ইউক্রেন আক্রমনের কারণে রাশিয়া থেকে তেল ও গ্যাসের প্রবাহ ব্যাহত হওয়ায় নেদারল্যান্ডস এবং ইউরোপের সব জায়গায় জ্বালানির দাম বাড়ছে। বেলজিয়ান সীমান্তের কাছে বোরসেল, ইতোমধ্যেই নেদারল্যান্ডসের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাইট যা এখনো বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এটি ১৯৭৩ সালে নির্মিত হয়েছিল। পরিবেশগতভাবে সংবেদনশীল নেদারল্যান্ডসে পারমাণবিক শক্তি একটি বিতর্কিত বিষয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে এটি জলবায়ু,তাপ ও কার্বন নির্গমন হ্রাস করার বিকল্প হিসেবে কাজ করবে। রুট বলেন, সরকার ২০২৩-২৪ সালের শীতকালীন গ্যাসের মজুদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এর কারণ হল ইউক্রেনের যুদ্ধ এবং জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি কিছু সময়ের জন্য স্থায়ী হতে পারে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ