মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিয়ের আগে কনেপক্ষের মোটা টাকার যৌতুক ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের এক যুবক। তার নাম সৌরভ চৌহান। পেশায় তিনি রাজস্ব কর্মকর্তা। এ ঘটনায় বরের প্রশংসা করেছেন এলাকাবাসী। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌরভের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আগে সৌরভকে কনের পরিবার ১১ লাখ টাকার যৌতুক দেয়। কিন্তু সেই টাকা ফিরিয়ে দেন তিনি। তবে বিয়ের রেওয়াজ মেনে মাত্র এক টাকা নেন সৌরভ। ভারতের বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যে যৌতুক নেওয়ার অভিযোগ প্রায়ই গণমাধ্যমে আসে। পাত্র যদি সরকারি চাকরিজীবী বা উঁচু পদে কর্মরত হন, তা হলে কনের বাড়ির কাছ থেকে মোটা টাকার যৌতুক দাবি করা হয়। এমন প্রেক্ষাপটে যৌতুক ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন সৌরভ। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।