মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলিয়ায় ১০ কোটি বছর আগের দৈত্যাকার সামুদ্রিক সরীসৃপ প্রাণী প্লেসিওসরের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। চলতি বছরের আগস্টে কুইন্সল্যান্ডে ১৯ ফুট লম্বা জীবাশ্মে পরিণত কঙ্কালটি খুঁজে পান একদল গবেষক। চলতি সপ্তাহে এই আবিষ্কারের কথা জানায় কুইন্সল্যান্ড মিউজিয়াম কর্তৃপক্ষ। তিন শখের জীবাশ্ম গবেষক পশ্চিম কুইন্সল্যান্ডের প্রত্যন্ত এলাকার এক পশু খামারে প্লেসিওসরের জীবাশ্মটি পান। এই আবিষ্কারের মাধ্যমে প্রাগৈতিহাসিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন গবেষকরা। প্লেসিওসরের গলা ছিল জিরাফের গলার মতো লম্বা। আর দেহ ও পাখনা দেখতে সামুদ্রিক কচ্ছপের মতো। তবে প্লেসিওসরের আকার ছিল কচ্ছপের তুলনায় অনেক বড়। তাদের খোলসও ছিল না। কুইন্সল্যান্ড মিউজিয়ামের প্যালিওন্টোলজি বিষয়ের জ্যেষ্ঠ কিউরেটর এসপেন নুটসেন এই কঙ্কাল পাওয়ার বিষয়টিকে প্রত্নতত্ত্বের ক্ষেত্রে বিখ্যাত রোসেটা পাথর আবিষ্কারের সঙ্গে তুলনা করেছেন। ১৭৯৯ সালের ওই আবিষ্কার বিশেষজ্ঞদের প্রাচীন মিসরের হায়ারোগ্লিফিকস লিপির পাঠোদ্ধার করতে সাহায্য করেছিল। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।