মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডার নিষেধাজ্ঞা
ইনকিলাব ডেস্ক : রাশিয়া, ইরান ও মিয়ানমার সরকারের মানবাধিকার লংঘনের দায়ে দেশ তিনটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। শুক্রবার এই নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার ৩৩ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং ছয় প্রতিষ্ঠান রয়েছে। রুশ নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত মানবাধিকার লংঘনের অভিযোগ তোলা হয়েছে। রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের দেড় সহস্রাধিক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। এদের মধ্যে দেশটির বিচার বিভাগ, কারা ব্যবস্থা ও আইন-শৃংখলাবাহিনী সদস্যসহ রাজনৈতিক নেতা ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সহকারী এবং রাষ্ট্রীয় পরিচালিত সংবাদমাধ্যমে কর্মরতরা রয়েছেন। রয়টার্স।
৬৭ সাংবাদিক নিহত
ইনকিলাব ডেস্ক : চলতি বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সহিংসতার শিকার হয়ে মোট ৬৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, হাইতিতে বিশৃংখলা এবং মেক্সিকোতে অপরাধী গোষ্ঠীগুলোর সহিংসতার ফলে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। শুক্রবার প্রকাশিত আইএফজের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় আগ্রাসনের পর ইউক্রেনে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোট ১২ জন সাংবাদিক নিহত হয়েছে। আল-জাজিরা।
অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইনকিলাব ডেস্ক : রাশিয়া-যুক্তরাষ্ট্র বন্দী বিনিময়ে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের মুক্তিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘ব্যক্তিগত মধ্যস্থতার প্রচেষ্টা’ বাড়িয়েছিলেন বলে দাবি করেছে সউদী আরব। তবে রিয়াদের এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ রিয়াদে সাংবাদিকদের বলেন, ‘আমি বাস্কেটবল খেলোয়াড়ের মুক্তিতে মহামান্য যুবরাজের প্রচেষ্টা এবং ব্যক্তিগত হস্তক্ষেপ সম্পর্কে অবগত আছি।’ ‘তবে অন্যরা কী বলছে, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’ মিডল ইস্ট আই।
কারণ তারা...
ইনকিলাব ডেস্ক : কৌশলগত অবস্থান বিশ্লেষণ করলে বোঝা যাবে আমেরিকার সহযোগী হয়ে থাকতে পারবে না ভারত। কারণ তারা আমেরিকার মতোই আর একটি ‘সুপার পাওয়ার’ হয়ে উঠবে। এই দাবি করেছেন, হোয়াইট হাউসের অন্যতম শীর্ষ কর্মকর্তা কার্ট ক্যাম্পবেল। তবে একটি আলোচনাসভায় ভারত সম্পর্কে এক প্রশ্নের জবাবে, হোয়াইট হাউসের এশিয়া সমন্বয়কারী ক্যাম্পবেল জানিয়েছেন, ভবিষ্যতে প্রতিস্পর্ধী শক্তি হয়ে ওঠার সম্ভাবনা থাকা সত্ত্বেও গত দু’দশকে দুই দেশ (ভারত এবং আমেরিকা) কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে অনেক কাছাকাছি এসেছে। আমেরিকা-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে দ্রুততর গভীর ও দৃঢ় হয়েছে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।