Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার পেলেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ৭:৫৮ পিএম

মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য পারফরম্যান্সে সাত বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। ঢাকায় দুই ওয়ানডে জয়ের পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে বড় ব্যবধানে হেরেছে লিটনরা।

শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৮২ রানে হারলেও ঢাকায় টানা দুই জয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। তিন ওয়ানডে ১৪১ রান ও চার উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন এই অলরাউন্ডার।

তৃতীয় ওয়ানডে শেষে মিরাজ বলেন,‘এই প্রথম আমি ওয়ানডেতে ক্রিকেটে ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার পাচ্ছি। তাও আবার ভারতকে হারিয়ে। আমাদের সামনে বিশ্বকাপ আছে। আমি আশা করি আমরা আরও ভালো করতে পারব। আমাদের অনেক কিছু আছে। সিনিয়র ছেলেরা আমাদের সাথে কথা বলে। আমি শুধু ইতিবাচক চিন্তা করি।"

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ