মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচ চলাকালীন কাতারের স্টেডিয়ামে মৃত্যু হল এক মার্কিন সাংবাদিকের। তার মৃত্যু ঘিরে ইতিমধ্যে জলঘোলা হতে শুরু করেছে। মৃত সাংবাদিকের ভাইয়ের অভিযোগ, তার বড় ভাইকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, বিশ্বকাপের শুরুতে এলজিবিটিকিউ সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে রামধনু শার্ট পরে স্টেডিয়ামে গিয়েছিলেন। সূত্রের খবর, এই ‘অপরাধে’ তাকে আটকও করা হয়। এরপর থেকেই তাকে হুমকির মুখে পড়তে হচ্ছিল বলে অভিযোগ। ফলে মার্কিন ক্রীড়া সাংবাদিকের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা নিয়ে জল্পনা দানা বাঁধছে।
আমেরিকার ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াল (৪৮) বিশ্বকাপের জন্য কাতারে গিয়েছিলেন। শুক্রবার কাতারের লুসেইল আইকোনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় না কি চিকিৎসাধীন অবস্থায় গ্রান্টের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে স্টেডিয়ামে উপস্থিত অন্যান্য সাংবাদিকদের তরফে পাওয়া খবর অনুযায়ী, স্টেডিয়ামে তাকে সিপিআর দেয়া হয়েছিল। হৃদরোগ না কি মার্কিন সাংবাদিকের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে জল্পনা বাড়ছে।
জল্পনা বাড়িয়েছে গ্রান্টের ভাই এরিকের সোশ্যাল মিডিয়া পোস্ট। তার দাবি, মার্কিন সাংবাদিকের মৃত্যুর পিছনে কাতার প্রশাসন দায়ী। এরিক জানিয়েছেন, ‘আমার নাম এরিক ওয়েল। আমি ওয়াশিংটনের সিয়াটেলের বাসিন্দা। গ্রান্ট ওয়েলের ভাই। আমি সমকামী। আমার জন্যই বিশ্বকাপে আমার বড় ভাই রামধনু শার্ট পরেছিল। ও আমাকে বলেছিল, ওকে খুনের হুমকি দেয়া হচ্ছে। আমার ভাই সুস্থই ছিল। ফলে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা আমি মানতে পারছি না। আমার মনে হয়, ওকে হত্যা করা হয়েছে।’ প্রকৃত সত্যা খুঁজে বের করতে সাহায্যের প্রার্থনা করেছেন তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপে আমেরিকার প্রথম ম্যাচে আল রায়ান স্টেডিয়ামে ঢুকতে বাধা দেয়া হয় গ্রান্ট ওয়েলকে। কারন সমকামিতার সমর্থনে তিনি রামধনু শার্ট পরেছিলেন। স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা তাকে আটকায় ও ফোন কেড়ে নেয়। পরে অবশ্য তারা ও ফিফা ক্ষমা চেয়েছিলেন গ্রান্টের কাছে। কাতারে মহিলা, এলজিবিটিকিউ সম্প্রদায়ের উপর বেশকিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে। সেই লজিবিটিকিউ সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর খেসারত দিতে হল গ্রান্টকে? উঠছে প্রশ্ন। এদিকে গ্রান্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমেরিকার ফুটবল প্রশাসন। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।