Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ট্রেচারে ভর করে সমাবেশে জাবেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ৫:৩১ পিএম

দুই হাতে দুই স্ট্রেচার। তবে মনোবল হিমালয় পর্বতের ন্যায় উচ্চ। বিএনপির সমাবেশে অংশ নেয়ার জন্য নওগাঁর ধামইর হাট থেকে ছুটে এসেছেন সাইদ বিন জাবেদ। তার লক্ষ্য স্পষ্ট, দেশকে মুক্ত করতে চান স্বৈরাচারী শাসকের হাত থেকে। সফল করতে চান বিএনপির সমাবেশ।

আজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠ প্রাঙ্গণে এভাবেই নিজের অনুভূতি তুলে ধরেন তিনি। অসুস্থ শরীর নিয়ে কিভাবে সমাবেশ পর্যন্ত আসলেন প্রশ্নে তিনি জানান, জায়গায় জায়গায় পুলিশি বাধা পেরিয়ে এ পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে। ট্রেনযোগে জয়পুরহাট থেকে কমলাপুরে এসেছেন তিনি। অভিযোগের সুরে তিনি বলেন, পুলিশি জেরায় প্রকাশ পায় তিনি সমাবেশে এসেছেন, তাই হোটেলে বসে খেতে দেয়া হয়নি। বলা হয়েছে চলে যান, যাদের সমাবেশে এসেছেন তাদের কাছে গিয়ে খেতে চান।

সমাবেশে আগত অনেকে বিএনপি কর্মী ও সমর্থকের সঙ্গে আলাপকালে পুলিশি হয়রানি ও ছাত্রলীগ-যুবলীগের রক্তচক্ষু উপেক্ষা করে সমাবেশ উপস্থিত হওয়ার তথ্য পাওয়া গেছে। ব্যতিক্রম হয়নি জাবেদেরও।

সরেজমিনে দেখা যায়, গোলাপবাগ মাঠে সমাবেশ হওয়ার কথা থাকলেও তা কমলাপুর থেকে শুরু করে সায়েদাবাদ ছাড়িয়ে যায়। কাণায় কাণায় পূর্ণ হয়ে যায় বিভিন্ন গলিও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ