গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে স্থানীয় দোকানপাটে বেড়েছে ব্যবসাও। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপির নেতাকর্মীদের দেখা গেছে ভীড় করে কনফেকশনারী ও টংয়ের দোকানে সাধ্যমতো ও দ্রুততার সঙ্গে রুটি, কলা, পানি, কোমল পানীয়সহ নানা ধরণের খাদ্য সামগ্রী কিনে ক্ষুধা নিবারণ করতে। আজ সকাল থেকেই গোলাপবাগ মাঠের আশেপাশে এমন চিত্রই দেখা গেছে। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও। তবে আতঙ্ক রয়েছে সবার মাঝেই।
রাজশাহী থেকে আগত বিএনপির কিছু কর্মীকে দেখা যায়, গোলাপবাগ জামে মসজিদের পাশে রিয়াদ স্টোর থেকে রুটি, কলা, পানি, বিস্কুট খেতে। তারা জানান, গতকাল রাতে এখানে এসেছি। এখন পর্যন্ত রুটি-কলা খেয়েই আছি। সমাবেশে উপস্থিত থাকাও জরুরি আবার খালি পেটে থাকাও যায় না। একই চিত্র আশেপাশে অন্য নেতাকর্মীদের মধ্যেও।
এসময় প্রায় শতাধিক নেতাকর্মীর সঙ্গে আলাপকালে তারা সমাবেশস্থলে আসার সময় পদে পদে ভোগান্তি ও হয়রানির কথা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।