নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : আগামী ২৬ জুন থেকে ২৩ জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠেয় ১০ জাতির নারী বিশ্বকাপকে সামনে রেখে কলম্বোতে আগামী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি বসছে নারী বিশ্বকাপ বাছাইপর্ব। নারী বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং টি-২০ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ অংশগ্রহণ করবে সরাসরি। কলম্বোর বাছাইপর্ব থেকে সেরা ৬ দল চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র পাবে। বাছাইপর্বের ৫০ দিন আগে গতকাল গ্রুপিং এবং সূচি চূড়ান্ত করেছে আইসিসি।
‘এ’ গ্রুপে আছে ভারত, শ্রীলংকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং থাইল্যান্ড। শক্তিশালী ‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দ.আফ্রিকা, পাকিস্তান, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনিকে। সুপার সিক্সে উঠতে হলে গ্রুপে সেরা তিন এ থাকতে হবে বাংলাদেশ নারী দলকে। আগামী ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ নারী দল বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে অবতীর্ণ হবে পাকিস্তানের বিপক্ষে। ম্যাচটি হবে কলম্বোর পি সারা স্টেডিয়ামে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।