Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বিজয় দিবস হ্যান্ডবলের ফাইনাল আজ

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নিয়াজ-উদয়ন বিল্ডার্স  বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার (পুরুষ ও মহিলা) ফাইনাল খেলা আজ। এদিন শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর দেড়টায় মহিলা বিভাগের ফাইনালে বিজেএমসি খেলবে বাংলাদেশ আনসারের বিপক্ষে। একই মাঠে বিকাল সাড়ে ৩টায় পুরুষ বিভাগে সেরার খেতাব জিততে লড়বে বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ হ্যান্ডবল দল। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন সিকদার এমপি। টুর্নামেন্টে গতকাল পুরুষ ও মহিলা বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ ও বিজেএমসি। পুরুষ বিভাগ আনসার ৩৭-৩৩ গোলে কোয়ান্টাম ফাউন্ডেশনকে এবং  বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪-১৯ গোলে হারায় পুলিশকে। একই মাঠে মহিলা বিভাগের প্রথম খেলায় পুলিশ ১৬-৫ গোলে হারায় হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে এবং বিজেএমসি ৩৩-১৮ গোলের জয় পায় আনসারের বিপক্ষে।
কিরগিজিস্তান-মালদ্বীপ এখন ঢাকায়
স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে অংশ নিতে এখন ঢাকায় কিরগিজিস্তান ও মালদ্বীপ দল। গতকাল ঢাকায় আসে দল দু’টি। এই টুর্নামেন্টে খেলতে আজ আসছে নেপাল ও আফগানিস্তান দল। ইতিমধ্যে আন্তর্জাতিক রেফারি ইরানের মাসুদ ইয়াজদামপানাও ঢাকায় এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে ছয় দেশের অংশগ্রহণে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র পুরুষ সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ