Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রহিম স্টার্লিং কাতারে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১২:১২ এএম

 কাতার বিশ্বকাপের মাঝপথে ইংল্যান্ড দলের তারকা ফরোয়ার্ড রহিম স্টার্লিংয়ের লন্ডনের বাড়িতে ডাকাতি হয়। গত শনিবার রাতে তার বাড়িতে স্বশস্ত্র ডাকাতির খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন স্টার্লিং। এ খবর জানার পরদিনই দেশে ফিরে যান এই ফরোয়ার্ড। যে কারণে বিশ্বকাপে শেষ ষোলর ম্যাচে সেনেগালের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তবে চেলসির এই ফরোয়ার্ড আবার ফিরেছেন কাতারে। যোগ দিয়েছেন ইংল্যান্ড শিবিরে। গতকাল এ তথ্য নিশ্চিত করে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তারা জানায় কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগের দিন আজ (কাল) কাতারে দলের সঙ্গে যুক্ত হয়ে অনুশীলন করেছেন ২৮ বছর বয়সী স্টার্লিং। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে রহিম স্টার্লিংকে দলে পেয়ে দারুণ খুশি তার সতীর্থরা এবং ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। তারা আশা করছেন শেষ আটে ফ্রান্সের বিপক্ষে ঠিকই জ্বলে উঠবেন স্টার্লিং। ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই ফরোয়ার্ড।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ