কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও ব্রাজিল প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে হাই ভোল্টেজ বেঁচে শুরুটা ভালোই হয়েছিল ব্রাজিলের। প্রথম ১৫ মিনিট নেইমার-রিচার্লিসনরা বলের ওপর আধিপত্য ধরে রেখে ক্রোয়েশিয়ার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে।১৯ তম মিনিটে বা প্রান্ত দিয়ে বা পায়ের দারুণ কারুকাজ দেখিয়ে বক্সে ঢুকে ভিনিয়াস জুনিয়রের নেওয়া শট ক্রোয়েশিয়ার রক্ষণভাগে বাধা পেয়ে ফিরে আসে।পরের মিনিটে নেইমারের নেওয়া শট অনায়াসে হাতে জমান শেষ ষোলো ম্যাচের ক্রোয়েশিয়ার হিরো গোলরক্ষক লিভাকোভিচ।
শুরুতে কিছুটা ব্যাকফুটে থাকলেও ধীরে ধীরে মদ্রিচ-পেরিসিচরাও খুলে খেলতে শুরু করে। পরে কিছু সময় বলের উপর কিছুটা আধিপত্য হারানো ব্রাজিল তেমন কোন উল্লেখযোগ্য আক্রমণ তৈরি করতে পারেনি। ৪০ তম মিনিটে ডি বক্সের বাইরে সুবিধাজনক স্থানে ফ্রি-কিক পেয়েছিল ব্রাজিল। তবে সেখান থেকে নেইমারের নেওয়ার শট ঠেকাতে খুব বেশি কষ্ট হয়নি লিভাকোভিচের।
ব্রাজিল চাইবে খেলা অতিরিক্ত সময়ে গড়ানোর আগেই জয় নিশ্চিত করতে।