Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপ-এশিয়াতে ইরানি টিভির স¤প্রচার বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল প্রেস টিভির স¤প্রচার বন্ধ করেছে ফরাসি স্যাটেলাইট অপারেটর ইইউটেলস্যাট। প্রেস টিভির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞার প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইরানের কর্মকর্তারা অভিযোগ করেছেন। ইইউটেলস্যাটের পদক্ষেপের তীব্র সমালোচনা করে তারা বলেছেন, মতপ্রকাশ ও তথ্যপ্রবাহের স্বাধীনতার প্রশ্নে পশ্চিমা বিশ্বের দ্বিচারিতা এখানে স্পষ্ট। ইইউটেলস্যাট এক বিবৃতিতে বলেছে, প্রেস টিভির ইংরেজি চ্যানেল স¤প্রচার বন্ধ করতে হবে ব্রডকাস্টারদের। ইরানের নিরাপত্তা বাহিনী কর্তৃক আটককৃত ব্যক্তিদের কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত স্বীকারোক্তি স¤প্রচার করায় প্রেস টিভির বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইইউটেলস্যাটের এ পদক্ষেপের ফলে ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও আমেরিকা মহাদেশসহ বিস্তীর্ণ অঞ্চলে ক্যাবল টিভি দর্শকরা প্রেস টিভির ইংরেজি চ্যানেল দেখতে পারবেন না। ইইউটেলস্যাটের পক্ষ থেকে তাদের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে প্রেস টিভিকে জানানো হয়েছে। বিষয়টির সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক টুইটে লিখেছেন, ইরানের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসবাদে উৎসাহদাতা অনেক চ্যানেলকে ইউরোপ হোস্ট করলেও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে ইইউটেলস্যাট তাদের লিস্ট থেকে প্রেস টিভিকে রিমুভ করেছে। যারা নিজেদের মতপ্রকাশ ও অবাধ তথ্যপ্রবাহের প্রবক্তা বলে দাবি করেন, প্রেস টিভির বিরুদ্ধে নতুন এ পদক্ষেপের মাধ্যমে তাদের আসল চেহারা আরেক দফা উম্মোচিত হলো। তাসনীম নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ