মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতজুড়ে ভুয়া আধার কার্ডের রমরমা পরিস্থিতি বন্ধ করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। দেশটির আট রাজ্যে এ নিয়ে বিশেষ সমীক্ষা চালানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ওই আট রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। এ ছাড়া কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মহারাষ্ট্রেও এ নিয়ে সমীক্ষা চালানোর সম্ভাবনা রয়েছে। ওই আট রাজ্যের মধ্যে কয়েকটি জেলা চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে ওই জেলাগুলোতে সমীক্ষা চালানোর ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে চিহ্নিত করা হয়েছে। অন্য রাজ্যের জেলাগুলো হলো কেরালার এরনাকুলাম, তামিলনাড়ুর ত্রিপুর, বেঙ্গালুরু, আসামের করিমগঞ্জ, গোয়ালপাড়া, ধুবরি, দক্ষিণ সালমারা, হাইলাকান্দি, মেঘালয়ে পূর্ব খাসি হিলস, পশ্চিম ত্রিপুরা, সিপাহিজালা, মহারাষ্ট্রের মুম্বাই সেন্ট্রাল ও পালঘর। ভুয়া আধার কার্ড ঠেকানো নিয়ে নভেম্বর মাসের শেষ সপ্তাহে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রসচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। কিভাবে রাজ্যগুলোতে সমীক্ষা চালানো হবে, সে ব্যাপারে রাজ্যগুলোর কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। ভুয়া আধার কার্ডের কারবার বন্ধ করতে বিশেষ ব্যবস্থা চালু করার ভাবনা রয়েছে কেন্দ্রের। এই প্রসঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বলেছেন, ভুয়া আধার কার্ড ভারতের জন্য বিপজ্জনক। এটা নিয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া দরকার। বিশেষ করে সীমানা সংলগ্ন রাজ্যগুলো আরো বিপজ্জনক। এ ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে যা নির্দেশনা দেওয়া হবে, সেগুলো আমরা অনুসরণ করব। নিউজ এইটিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।