নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর অ্যাডিলেইড টেস্টেও সুবিধা করতে পারছেনা ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৪০৯ রানে পিছিয়ে ক্যারিবিয়ানরা।
এর আগে টেস্টে প্রথম দিনে লাবুশেন ও হেডের সেঞ্চুরিতে প্রথম দিন ৩ উইকেটে ৩৩০ রান তোলে। ফলে সেঞ্চুরি করে অপরাজিত থাকা এই ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে ৫২২ রানে থেমেছে অজিরা। লাবুয়েশন ১৬৫ ও হেড ১৭৫ রান করে বিদায় নেন। এছাড়া অ্যালেক্স গেরি ৪১ রান করে অপরাজিত থাকেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শে ৩৭ ওভারে ৪ উইকেটে ১০২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ১৯,শামার ব্রুকস ৮, জারমেইন ব্ল্যাকউড ৩ ও ডেভন টমাস রান করে বোল্ড হয়ে বিদায় নেন। দিন শেষে তাজেনারিন চন্দরপল ৪৭ ও অ্যান্ডারসন ফিলিপ ১ রান করে অপরাজিত আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।