গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অসংখ্য বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আজ শুক্রবার এক যুক্ত বিবৃতিতে পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, হামলা মামলা ও শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা দিয়ে সরকার দেশে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছে।
রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে এভাবে গ্রেফতার করে সরকার গণমানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে এটা মেনে যায় না। বিএন পির এবং সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার পূণ অধিকার দিতে হবে। নইলে দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিঘিœত হবে। এটা কোন সচেতন মানুষ মেনে নিতে পারে না। অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কারাবন্দি আলেম উলামাগণকে মুক্তি দিয়ে সহনশীলতা প্রদর্শনের জন্য সরকারকে আহবান জানান। নইলে যে কোন অরাজক পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে বলেও নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন। নেতৃদ্বয় বলেন, বিরোধী মত দমনে সরকারের যুদ্ধংদেহী আচরণ তাদেরই পতনকে তরান্বিত করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।