Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে হোয়াইটওয়াশ করতেই মাঠে নামবে টাইগাররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ৩:০৯ পিএম

এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। টাইগারদের এখন সুযোগ এসেছে ভারতকে হোয়াইটওয়াশ করার। শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।


ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৩-০ ব্যবধানে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ২০০৪ সালে দুই দলের প্রথম তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটিতে জয় পায় টাইগাররা। এরপর ২০০৭ ও ২০১৪ সালে তিন ম্যাচের সিরিজে বৃষ্টিতে ভেসে যায় একটি করে ম্যাচ। সর্বশেষ ২০১৫ সালে মাশরাফি বিন মুর্তজার টিম বাংলাদেশ সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

টানা দুই ম্যাচ জেতার পর কাজ শেষ হয়নি বলে মনে করেন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা শেন ম্যাকডরমট। এই ফিল্ডিং কোচ মনে করিয়ে দিয়েছেন, ভারতকে হোয়াইটওয়াশ করতে পারার সুবর্ণ সুযোগের কথা। তৃতীয় ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘কাজ এখনো শেষ হয়নি। আমরা জানি দল হিসেবে আমরা কিছু সাফল্য পেয়েছি। কিছু ব্যর্থতাও। কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচকে হালকাভাবে নেই না। আমরা প্রথম ম্যাচের পর সেটাকে পেছনে ফেলে এসেছে দ্বিতীয় ম্যাচটি জিতেছি। ’

এছাড়া তিনি বলেন,‘বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। না জিতলেও আমাদের যেন সহজে না হারানো যায়, সেটা নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা নিউজিল্যান্ডে কিছু ম্যাচে জয়ের কাছাকাছি এসেছি। পাকিস্তানের বিপক্ষেও বিশ্বকাপে জয়ের খুব কাছাকাছি এসেছিলাম। সেমিফাইনাল খেলার সম্ভাবনাও ছিল বাংলাদেশের। ’

বৃহস্পতিবার চট্টগ্রামে পৌঁছে আজ শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের হার না মানসিকতাকেও এসময় মনে করিয়ে দেন ফিল্ডিং কোচ, ‘আমরা প্রতিযোগিতাপূর্ণ দলের মতো খেলেছি। বাংলাদেশ সহজে হার মানে না। এর মানে হচ্ছে আমরা প্রায়ই চাপের মুখে খেলছি। জয়-পরাজয় যাই হোক না কেন, আমরা সে ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারি। আমি জানি দ্বিতীয় ম্যাচ জয়ের পর ছেলেরা আরও একটি জয়ের অপেক্ষায় আছে। ’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ