Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার ৩৩ হাজার পুলিশ-আনসার ঢাকায় এনেছে: জাফরুল্লাহ চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১:০৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাটছেন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেছেন, সংলাপ না গিয়ে পরিস্থিতি সংঘাতে দিকে ঠিচ্ছে সরকার৷ প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে৷

শুক্রবার তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য ঢাকায় এনেছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন। নইলে পিতার মতো পরিস্থিতি হবে। আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুড়ছেন।

এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছেন তার হুমকির পর ছাত্রলীগ যুবলীগ তাণ্ডব চালাবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সমাবেশের স্থান নয়াপল্টনকে বেআইনি তকমা দিয়ে ক্র‍্যাকডাউনে নেমেছে পুলিশ।
আর গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রাশেদ খান জানান, তাদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে।

 



 

Show all comments
  • Mahabub Hossen Monir ৯ ডিসেম্বর, ২০২২, ৮:০৯ পিএম says : 0
    বিশৃঙ্খলা / জনসমাগম মাথায় রেখে পুলিশ ডিফেন্স বেশি মোতায়ন করবে এইটা তো স্বাভাবিক।
    Total Reply(0) Reply
  • Tausif Hassan Ayub ৯ ডিসেম্বর, ২০২২, ৮:০৭ পিএম says : 0
    গোপালবাগ মাঠে। একি দেখছি! মাঠ এবং আশেপাশের রাস্তা ইতিমধ্যে মানুষে সয়লাব হয়ে গেছে। হাজার হাজার মানুষ। এবং বানের মানুষের মত মানুষ ছুটে আসতেছে। আপনি কোথায়? আসছেন তো? আসুন, ইতিহাসের স্বাক্ষী হতে না, ইতিহাস গড়তে! বাংলাদেশ জিন্দাবাদ।
    Total Reply(0) Reply
  • শিমরান শিহরন ৯ ডিসেম্বর, ২০২২, ৮:০৭ পিএম says : 0
    ১৫ বছরের খালেদা জিয়া ক্ষমতার বাহিরে তারপরও তার ছায়ার সঙ্গে শেখ হাসিনাকে যুদ্ধ করতে হচ্ছে। হ্যাঁ এটাই বাস্তবতা, এটাই খালেদা জিয়ার জনপ্রিয়তা।
    Total Reply(0) Reply
  • Orkney Amla ৯ ডিসেম্বর, ২০২২, ৮:০৭ পিএম says : 0
    খবরে প্রকাশ ঢাকার প্রবেশমুখগুলোতে তল্লাশীর নামে সাধারন নাগরিকদের হয়রানি করা হচ্ছে। আমার প্রশ্ন হলো, যে শহরে দুই কোটির বেশী মানুষ বাস করে সেই ঢাকায় একটা সমাবেশ সফল করতে বাইরে থেকে আসা মানুষের উপর নির্ভর করতে হবে কেন? এই রাষ্ট্রের সিংহভাগ সম্পদ ঢাকাবাসীর সুখস্বাচ্ছন্দের পেছনে ব্যায় করা হয়। তাহলে ঢাকাবাসীদের কি কোন দায়দায়িত্ব নেই। যদি তা না থাকে তাহলে ভবিষ্যত বাংলাদেশকে ঢাকা নিয়ে নতুন করে ভাবতে হবে।
    Total Reply(0) Reply
  • Abdus Salam ৯ ডিসেম্বর, ২০২২, ৮:০৮ পিএম says : 0
    সরকার কার সাথে যুদ্ধ করতে যাচ্ছে। গনতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ করা লাগলে করতে হবে।বিএনপি র সাথে জনগণ আছে।
    Total Reply(0) Reply
  • Md Sultanul Arefin Pikul ৯ ডিসেম্বর, ২০২২, ৮:০৮ পিএম says : 0
    জননিরাপত্তার কথা ভেবে সরকারের গৃহীত এমন সিদ্ধান্ত প্রশংসনীয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ