Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন কোভিড তহবিলের লাখ লাখ ডলার চুরি করেছে চীনের হ্যাকাররা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১০:২৫ এএম
যুক্তরাষ্ট্রের কোভিড সহায়তা তহবিলের কয়েক লাখ ডলার হাতিয়ে নিয়েছে চীনের হ্যাকাররা। মার্কিন সিক্রেট সার্ভিস সোমবার এই সাইবার হামলার খবর জানিয়েছে।
এনবিসি নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গোয়েন্দা কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। তবে চীনা হ্যাকারদের দলটি ‘এপিটি ৪১’ বা ‘উইনতি’নামে পরিচিত। ভয়ঙ্কর এ সাইবার হামলাকারী গোষ্ঠী অতীতেও বিভিন্ন রাষ্ট্রীয় সাইটে হামলা চালিয়ে অর্থ চুরিসহ নানা সমস্যা তৈরি করেছে।
মার্কিন বিচার বিভাগ এর আগে ২০১৯ ও ২০২০ সালে চীনের ওই হ্যাকার দলটির কয়েক সদস্যের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছিল। টেলিকমিউনিকেশন, ভিডিও গেম, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সোশ্যাল মিডিয়া ফার্মসহ শতাধিক প্রতিষ্ঠানে গুপ্তচরবৃত্তির জন্য তাদের অভিযুক্ত করা হয়।
সেসময়  যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফরি রোজেন বলেন, হ্যাকাররা বিভিন্ন দেশের কম্পিউটার হ্যাক করে তথ্য চুরি করছে, যা কাজে চীন সরকারের। এজন্যই দেশটির কমিউনিস্ট সরকার মদদ দিচ্ছে সাইবার হামলাকারীদের।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ