নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পুরো বিশ্ব যখন ফুটবলজ্বরে আক্রান্ত ঠিক তখনই মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নতুনত্বকে সঙ্গি করেই আজ থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনেকদিন ধরেই বলে আসছিল যে, তারা ইউরোপের আদলে সপ্তাহে দু’দিন (শুক্র-শনিবার) বিপিএলের খেলা আয়োজন করবে। অবশেষে চলতি মৌসুম থেকেই সেটা করছে তারা। আজ শুরু হতে যাওয়া বিপিএলের খেলা হবে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার। আগের মৌসুমগুলোতে লিগের আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে আয়োজিত হয়েছে ফেডারেশন কাপ। কিন্তু সেই নিয়ম এখন আর নেই। এবার থেকে লিগের মধ্যেই চলবে ফেডারেশন কাপ। সপ্তাহের একদিন মঙ্গলবার হবে ফেডারেশন কাপের খেলা। এই হিসেবে ২০ ডিসেম্বর শুরু হবে এবারের ফেডারেশন কাপ।
গত ৫ ডিসেম্বর শেষ হয়েছে মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপের খেলা। এরপর তিন দিনের বিরতিতে বিপিএলের মাধ্যমে ফের সরব হচ্ছে দেশের ঘরোয়া ফুটবল। এবারের বিপিএলে ১১টি ক্লাব অংশ নিচ্ছে। সাইফ স্পোর্টিং ক্লাব লিগ থেকে নাম প্রত্যাহার করায় ক্লাব সংখ্যা কমেছে। প্রাথমিক পর্যায়ে গতকাল ১১ রাউন্ড পর্যন্ত ফিকশ্চার দিয়েছে বাফুফে। প্রথম দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসা আজমপুর এফসি উত্তরা ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ও নবাগত ফর্টিজ এফসি লিমিটেড খেলবে কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ খেলবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই দুপুর আড়াইটায় শুরু হবে। পরদিন দুটি ম্যাচ। এরপর বিজয় দিবস ও বিশ^কাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে লিগ। বিরতি শেষে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ২৩ ডিসেম্বর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।