Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির হাতে ট্রফি দেখতে চান ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১২:০৩ এএম


 আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ছোঁয়া হয়নি শুধুমাত্র বিশ্বকাপ ট্রফিটিই। ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফিই ছুঁয়ে ফেলেছেন তিনি। বাকি শুধু স্বপ্নের বিশ্বকাপ ট্রফিটিই। এ নিয়ে আক্ষেপ কিন্তু কম নয় আর্জেন্টিনার অধিনায়কের। এবার কি ঘুচবে সেই আক্ষেপ? শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেসি ভক্তরা তার হাতে সোনালি রঙয়ের বিশ্বকাপ ট্রফিটা দেখতে চান। এই তালিকায় আছেন সুইডিশ কিংবদন্তি জ্বলাতন ইব্রাহিমোভিচও। ৪১ বছর বয়সী এই মিলান ফরোয়ার্ড এক সময় মেসির সতীর্থ হিসেবে বার্সেলোনার হয়ে খেলেছেন। স¤প্রতি ‘৪৩৩’তে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, ‘আশা করি মেসির জন্য হলেও এবারের বিশ্বকাপটা জিতবে আর্জেন্টিনা।’ শুধু ইব্রাই নন। মরক্কোর কাছে হেরে শেষ ষোল থেকে বিদায় নেওয়া স্পেনের কোচ লুইস এনরিকেও চান এবার বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন মেসিরা। শেষ আটের এই ম্যাচটি লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ