Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুলিশের প্রস্তাব বাংলা কলেজ মাঠ, বিএনপির কমলাপুর স্টেডিয়াম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৯:৫৯ পিএম | আপডেট : ১০:০১ পিএম, ৮ ডিসেম্বর, ২০২২

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান এখনো চূড়ান্ত হয়নি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নয়াপল্টনে সমাবেশ করার কথা জানান। তবে রাতে সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সাঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠকে মিরপুর বাংলা কলেজ মাঠ বা কমলাপুর স্টেডিয়ামের বিষয়ে প্রস্তাব করা হয়েছে।

ডিএমপি কার্যালয়ে বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, পুলিশের পক্ষ থেকে মিরপুর বাংলা কলেজ মাঠে সমাবেশ করার প্রস্তাব করা হয়। তবে বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশের স্থান হিসেবে প্রস্তাব করা হয়েছে। রাতেই এসব স্থান পরিদর্শন করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া আটক নেতাকর্মীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ