Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দিবিনিময়ের মাধ্যমে মুক্তি পেলেন মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৯:২০ পিএম

রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়েছেন মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার। সাবেক অস্ত্র ব্যবসায়ী ও রুশ নাগরিক ভিক্টর বাউটের বিনিময়ে গ্রিনারকে মুক্তি দিয়েছে রাশিয়া। খবর রয়টার্সের।

রুশ বার্তা সংস্থার বরাতে আলজাজিরা জানায়, এ বন্দিবিনিময় আবুধাবি বিমানবন্দরে হয়েছে।

গতকাল বুধবার এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘তিনি (গ্রিনার) নিরাপদ। তিনি প্লেনে আছেন এবং বাড়ি ফিরছেন।’

ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গ্রিনারের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। ফোন কলে গ্রিনারের স্ত্রী চেরেলও যুক্ত ছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অবৈধ গাঁজা রাখার অভিযোগে মস্কোর একটি বিমানবন্দর থেকে গ্রিনারকে আটক করা হয়। পরে গত মাসে তাকে একটি পেনাল কলোনিতে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ