Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিনস্ক চুক্তির উদ্দেশ্য ছিল ইউক্রেনকে প্রস্তুত করতে সময় নেয়া : মার্কেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১২:০৩ এএম

২০১৪ সালে রাশিয়া ও ইউক্রেন ‘মিনস্ক শান্তিচুক্তি’ করেছিল। ওই চুক্তিতে মধ্যস্থতা করেছিল জার্মানি ও ফ্রান্স। মূলত ওই চুক্তির ফলেই ৮ বছরের জন্য যুদ্ধ থেমে ছিল। তবে এ বছরের শুরুতে রাশিয়া মিনস্ক চুক্তি বাতিল করে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করে। এই অভিযানের আগে থেকেই দেশটি বারবার বলে আসছিল, মিনস্ক চুক্তি করার পেছনে ইউক্রেনের আসল উদ্দেশ্য ছিল নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করা। এবার জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও সে কথাই জানিয়েছেন। বুধবার প্রকাশ হওয়া তার এক সাক্ষাৎকারে মার্কেল বলেন, ২০১৪ সালে ওই যুদ্ধবিরতির আসল উদ্দেশ্য ছিল ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য সময় নেয়া এবং সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে। জার্মানির জেইত ম্যাগাজিনকে ওই সাক্ষাৎকারটি দেন মার্কেল। এতে তার ১৬ বছর ধরে ক্ষমতাকালের নানা দিক নিয়ে কথা বলেন তিনি। তার দাবি, রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে তিনি যে নীতি গ্রহণ করেছিলেন তা সফল হোক বা না হোক, সঠিক ছিল। মার্কেল বলেন, ২০১৪ সালের মিনস্ক চুক্তি ছিল মূলত ইউক্রেনকে প্রস্তুত হওয়ার জন্য কিছু সময় দেয়ার প্রচেষ্টা। ওই বছর ইউক্রেনের সরকারকে ক্ষমতাচ্যুত করা হলে ক্রিমিয়া ও দনবাস অঞ্চল অস্থিতিশীল হয়ে ওঠে। ক্রিমিয়া এক গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়। যদিও এই গণভোটকে স্বীকৃতি দেয় না পশ্চিমা দেশগুলো। দনবাসেও স্বাধীনতার ডাক দেয়া হয়। ফলে সেখানে ইউক্রেনের সামরিক বাহিনী ও স্থানীয় বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে বিদ্রোহীদের সহায়তা করতে থাকে রাশিয়া। দ্রæতই দনেতস্ক ও লুহানস্কের বড় একটি অংশ স্থায়ীভাবে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। দিন যত যাচ্ছিল বিদ্রোহীরা নতুন নতুন জায়গা দখল করে চলেছিল। ঠিক এমন প্রেক্ষাপটেই ২০১৪ সালে মিনস্ক চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির ফলে রুশপন্থীরা অগ্রসর বন্ধ করে। যদিও মিনস্ক চুক্তিকে এখন বড় ভুল বলেই মনে করেন রাশিয়ার নেতৃত্ব। সামরিক শক্তির মাধ্যমে দনেতস্ক ও লুহানস্ক অঞ্চল দখলে নিতে ব্যর্থ হয়েছিল ইউক্রেন। রাশিয়ার দাবি, শান্তি চুক্তির আড়ালে নিজেদের সামরিকভাবে প্রস্তুত করছিল দেশটি। তাদেরকে সেই সুযোগ না দিতেই এ বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ চালায় মস্কো। এতদিন রাশিয়ার তরফ থেকে এমনটা বলা হলেও এবার মার্কেলও একই কথা জানালেন। তিনি বলেন, ইউক্রেন এই সময়টা কাজে লাগিয়ে নিজেকে শক্তিশালী করেছে। ডিডবিøউ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ