Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৩০০ বছরের পুরনো নেকলেস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১২:০৩ এএম

ইউরোপের দেশ ইংল্যান্ডের নর্দাম্পটনের কবরস্থানে ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি নেকলেস পাওয়া গেছে। অ্যাংলো সেক্সন যুগের কবরস্থানটিতে সুউচ্চ ভবন তৈরির জন্য মাটি খোঁড়ার সময় বেরিয়ে আসে এই অলংকারটি। যা সোনা এবং মূল্যবান পাথর দিয়ে তৈরি। যুক্তরাজ্যের মিউজিয়াম অব লন্ডন এক বিবৃতিতে জানিয়েছে, প্রতœতত্ত¡বিদরা জানিয়েছেন, নেকলেসটি ৬৩০-৬৭০ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়েছিল। তাদের মতে, এখন পর্যন্ত যুক্তরাজ্যে পাওয়া পুরোনো নেকলেসগুলোর মধ্যে এটি সবচেয়ে দামি। রোমান মুদ্রা, সোনা, গার্নেট, কাঁচ, মূল্যবান পাথরের অন্তত ৩০টি দুল এবং পুঁতি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছিল। নেকলেসটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো চারকোণা বিশিষ্ট একটি দুল। এটি তৈরি হয়েছে লাল রঙের গার্নেট এবং সোনা দিয়ে। মিউজিয়াম অব লন্ডন আরও জানিয়েছে, প্রতœতত্ত¡বিদরা ধারণা করছেন, যে কবরস্থান থেকে নেকলেসটি পাওয়া গেছে সেটি ধনী নারীদের ছিল অথবা রাজকীয় কবরস্থান ছিল। সেখান থেকে কারুকার্যখচিত দুটি পাত্র এবং একটি থালাও পাওয়া গেছে। মহামূল্যবান এ নেকলেসটি পাওয়ার ব্যাপারে মিউজিয়াম অব লন্ডনের সাইট সুপারভাইজার লেভান্তে-বেনস বালাজেস বলেছেন, ‘যখন মাটির ভেতরে সোনার প্রথম ঝলকটি দেখা যায়, আমরা বুঝতে পেরেছিলাম এটি বিশেষ কিছু হবে। কিন্তু এটি কতটা বিশেষ সেটি বুঝিনি।’ তিনি জানিয়েছেন, এই নেকলেসটি খুব সম্ভবত কোনো খ্রিস্টান নারী দলপতির ছিল। কারণ এটিতে ক্রস চিহ্ন পাওয়া গেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ