Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএমপি কমিশনারের সাথে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৮:০১ পিএম

বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি সদর দফতরে গিয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। প্রতিনিধি দলের সদস্যরা ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ চেয়ে নেতারা সদর দফতরের ভেতরে প্রবেশ করেন।

প্রতিনিধিদলে আরও রয়েছেন, এ জে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার বিকেলের দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি মামলায় বিএনপির বেশ কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেফতার হয়েছেন রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তাছাড়া কয়েকশ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে দেশের রাজনীতিতে উত্তাপ বিরাজ করছে। সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে। তবে বিএনপি তা মানতে নারাজ। তারা পল্টনে সমাবেশ করতে চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ