Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লাবুশেন-হেডের জোড়া সেঞ্চুরিতে অ্যাডিলেড টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৭:৩৫ পিএম

সিরিজের প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টে দারুণ শুরু করেছে অস্ট্রেলিয়া। দুই ব্যাটার মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেডের জোড়া সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। 

 

বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন শেষে ৮৯ ওভারে ৩ উইকেটে ৩৩০ রান করেছে অস্ট্রেলিয়া। এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ২১ ও উসমান খাজা ৬২ রান করে আউট হন। মিডল-অর্ডারে স্টিভেন স্মিথ শূন্যতে ফিরলে চতুর্থ উইকেটে জুটি বাঁধেন লাবুশেন ও হেড। ২৮০ বলে অবিচ্ছিন ১৯৯ রান তুলেছেন তারা। দু’জনই সেঞ্চুরি করেছেন।

 

টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে ১২০ রানে অপরাজিত আছেন লাবুশেন। ২৩৫ বল খেলে ১১টি চার মেরেছেন তিনি। সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ২০৪ ও অপরাজিত ১০৪ রান করেছিলেন লাবুশেন। ঐ টেস্টের দুর্দান্ত পারফরমেন্সে গতকাল আইসিসি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষে উঠেন লাবুশেন।

 

টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির ইনিংসে ১২টি চারে ১৩৯ বলে ১১৪ রানে অপরাজিত আছেন হেড। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ-জেসন হোল্ডার ও ডেভন স্মিথ ১টি করে উইকেট নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ