গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নিরাপদ সড়ক নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সড়কের সৃঙ্খলা সাধারণ মানুষের মাঝে পৌঁছাতে পারে। তাই সড়ক নিরাপদ করতে সাংবাদিকদের আরো এগিয়ে আসতে হবে। গ্লোবাল রোড সেইফটি পার্টনারশীপ (জিআরএসপি) এবং গ্লোবাল হেল্থ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় ও ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে রোড সেইফটি রিপোর্টিং বিষয়ক দুই দিন ব্যাপী কর্মশালার আজ শেষ দিনে এসব কথা বলেন প্রশিক্ষকরা।
বুধবার ও বৃহস্পতিবার (০৭ ও ০৮ ডিসেম্বর) সাভারের আশুলিয়ার সিসিডিবি হোপ ফাউন্ডেশনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষকরা আরো বলেন, দেশের সড়কে ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু রোড ক্রাশের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সড়ক যত উন্নত হচ্ছে যানবাহনের গতি ততই বাড়ছে সেই সাথে ঘটছে মর্মান্তিক রোড ক্রাশ। এসব রোড ক্রাশরোধে দরকার সচেতনতা। আর লেখনির মাধ্যমে মানুষের মাঝে সড়ক সচেতনা বাড়াতে পারে সাংবাদিকরা।
এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল রোড সেইফটি অ্যাডভোকেসি এন্ড গ্রান্টস প্রোগ্রাম ম্যানেজার তাইফুর রহমান, জিএইচএআই'র কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম, বিএনএনআরসি'র সিইও এ.এইচ.এম বজলুর রহমান, বাংলাভিশন টিভির সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মোহাম্মদ রুহুল আমিন, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট, বুয়েটের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসনাত-ই-রাব্বী।
উক্ত কর্মশালায় দেশের শীর্ষ স্থানীয় ২০ টি গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।