Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়াকে রুখতে আধুনিক সমরাস্ত্র মজুদ যুক্তরাষ্ট্রের

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেদারল্যান্ডে ট্যাংক এবং সামরিক যানের বহর পাঠানো শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডের আইগেলশোভেন গ্রামের একটি অস্ত্রগুদামে এই সমস্ত অত্যাধুনিক ট্যাংক রাখা হবে। রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে স্নায়ুযুদ্ধের পর ইউরোপে ন্যাটো যে অস্ত্র মজুদ গড়ে তুলছে তার অংশ হিসেবে এই সমস্ত ট্যাংক সেখানে পাঠানো হচ্ছে। এর মাধ্যমে রাশিয়াকে কঠোর বার্তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যমে জানা যায়, নেদারল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রাম আইগেলশোভেনের ছয়টি ঘাঁটিতে অত্যাধুনিক ট্যাংক, সাঁজোয়া যান এবং কামানসহ এক হাজার ৬০০ সামরিক যানের মজুদ গড়ে তুলছে ন্যাটো। স্থানটি বেলজিয়াম এবং জার্মান সীমান্তের কাছে অবস্থিত। ১৯৮৫ সালে কোল্ড ওয়্যারের সময় এই গোপন ঘাঁটিগুলোকে চালু করা হয়েছিল। সম্ভাব্য সোভিয়েত হামলার বিরুদ্ধে মহড়ার কাজে এই ঘাঁটিগুলো সেই সময়ে ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী। এদিকে, নেদারল্যান্ড ছাড়াও পোল্যান্ড, বেলজিয়াম এবং জার্মানির অস্ত্র মজুদাগারগুলোও পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে ন্যাটো। রাশিয়ার যে কোনো ধরনের পদক্ষেপ রুখে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। কলকাতা টুয়েন্টিফোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ