Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগনকে কষ্ট দিয়ে সমাবেশ আর করতে দেওয়া হবে না : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ১১:৪৯ এএম | আপডেট : ১২:৩২ পিএম, ৮ ডিসেম্বর, ২০২২

রাস্তা বন্ধ করে বিএনপিকে আর সমাবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগও করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, দুই মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করে জনগনকে কষ্ট দিয়ে সমাবেশ আর করতে দেওয়া হবে না। আমরাও করব না। আমরা জনদুরুহ সৃষ্টি করব না। বিএনপি কেন অনড়? তারা কি মানুষকে কষ্ট দিতে চায়?

তিনি বলেন, লন্ডন থেকে আদেশ আসে। ফর্মায়েস আছে৷ মির্জা ফখরুল তাকে সে দায়িত্ব পালন করতে হবে। চাকরি রক্ষার জন্য।

নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ডে সতর্ক পাহাড়ায় থাকবে। আজ থেকে। আজ থেকে। আক্রমণ আমরা করব না। কিন্তু আক্রমণের উস্কানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে।

বিদেশীরা এক পাক্ষিকভাবে উদ্বেগ প্রকাশ করছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমেদ হোসেন, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান ও আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এই সভায় উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • aman ৮ ডিসেম্বর, ২০২২, ২:৫৪ পিএম says : 0
    আপনারা সমাবেশ করলে তখন দি পুলিশ দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দেন
    Total Reply(0) Reply
  • Tutul ৮ ডিসেম্বর, ২০২২, ২:৫৫ পিএম says : 0
    সাধারণ জনগণ জানে সুষ্ঠু ভোট হলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না
    Total Reply(0) Reply
  • hassan ৮ ডিসেম্বর, ২০২২, ১২:১৭ পিএম says : 0
    আপনারা মাসের-পর-মাস শাহবাগে ফাঁসি চাই বলে সমাবেশ রাখা হয়েছিল তাতে কি সাধারণ মানুষের উপর অত্যাচার করা হয় নাই আপনারা যখনই সমাবেশ করেন তখন শতশত বাস আপনারা ভাড়া করে মানুষজনকে নিয়ে আসেন তখন কি মানুষদের কষ্ট হয় নাই আমরা সব দেখছি আমরা সব জানি আপনাদের চরিত্র কি ধরনের আল্লাহকে ভয় করুন মৃত্যু যখন তখন আসতে পারে যদি আপনারা এই অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে দেখবেন আপনাদের অবস্থা কোথায় আপনারা মানুষকে পাখির মত গুলি করে হত্যা করছেন কথায় কথায় মানুষকে গুম করছেন আমাদের দেশের লক্ষ্য হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন আপনাদের গুন্ডারা চাঁদাবাজি করছে পুলিশ গুন্ডা মানুষজনকে হত্যা করছে ঠান্ডা মাথায় চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে আপনার গুন্ডারা শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টি করছে আপনাদের গুন্ডারা আপনাদের হাতে আপনারা গতকাল তুলে দিয়েছেন এম সিক্সটিন রাইফেল শটগান কত জঘন্যতম অপরাধ আপনারা করছেন দিনের পর দিন আপনার কি মনে করেছেন আল্লাহ ওদেরকে ছাড় দেবেন
    Total Reply(0) Reply
  • Kma Hoque ৮ ডিসেম্বর, ২০২২, ৩:১৪ পিএম says : 0
    কাদের সাহেব মানুষ এতো বোকা নয় যে, তারা কিছু বুঝে না। আপনারা সমাবেশ করলে পুলিশ দিয়ে রাস্তা বন্ধ করে দেন। আর অন্যজনের বেলায় করা যাবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ