গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
গতকালের সংঘর্ষের পর আজও রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বন্ধ রয়েছে নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়কের যান চলাচল। সড়কের দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠানও খোলেনি। পুরো নয়াপল্টন সড়কে বিপুল সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে। মজুত রয়েছে সাঁজোয়া যানও। সড়কের বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ও তল্লাশি চৌকি। আজ বৃহ্পতিবার সকালে নয়াপল্টন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, আদালতের হাজিরা শেষে নয়াপল্টন কার্যালয়ে যেতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা।
সরেজমিনে দেখা যায়, বিজয়নগর মোড় থেকে নয়াপল্টনে যাওয়ার রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে সেই রাস্তায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমের গাড়িগুলোকেও সেই রাস্তায় প্রবেশে বাধা দিতে দেখা গেছে। নয়াপল্টনের আশপাশের গলির মুখেও পুলিশ অবস্থান নিয়েছে।
অনেক জিজ্ঞাসাবাদের পর বিশেষ প্রয়োজন ছাড়া পুলিশ এই সড়কে কাউকে ঢুকতে দেয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।