Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে এখন আশা আছে : মিশেলকে ট্রাম্প

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার পর আমেরিকায় আশার সঞ্চার হয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানাতে তার ‘থ্যাংক ইউ’ সফর গত শনিবার আলাবামার মোবিলে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। ট্রাম্প সমাবেশে বলেন, আমরা এখন অনেক আশাবাদী। আমাদের অনেক অঙ্গীকার ও সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আবার সফল হতে যাচ্ছে। গত শুক্রবার মিশেল ওবামা টকশো উপস্থাপক অপরাহ উনফ্রেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গত নভেম্বরে নির্বাচনের পর তিনি আমেরিকার ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের কাছে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন হেরে যান। মিশেল ওবামা বলেন, আমরা এখন বিভেদ অনুভব করি। এর একদিন পর ট্রাম্প বলেন, তিনি ভালো কিছু চিন্তা করতে পারেন না। ট্রাম্প ৮ নভেম্বরের নির্বাচনের পর মিশেল ও তার স্বামী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন। মিশেলের কথার জবাবে ট্রাম্প বলেন, মিশেল হয়তো কথাটা যেভাবে বলতে চেয়েছেন ঠিক সেভাবে তা প্রকাশ পায়নি। ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ