মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উচ্চ মাত্রার দূষণের ফলে রাজধানী বেইজিংসহ চীনের ২৩টি শহরে উচ্চ সতর্কতা (রেড এলার্ট) জারি করা হয়েছে। এর আওতায় অনেক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে সড়কের সবধরনের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ। যান চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় পদ্ধতি চালু করা হয়েছে। গত শনিবার দেশটির উত্তরাঞ্চলের আখাম পুরো ধূসর হয়ে যায়। এর ফলে মারাত্মক পরিবেশ দূষণ দেখা দিচ্ছে বলে এ পদক্ষেপ নিয়েছে সরকার। এতে বলা হয়েছে, এ বছর শীতে এই প্রথম ঘন কুয়াশার কারণে এমন সতর্কতা জারি করা হলো। রাজধানী বেইজিংয়ে সোমবার থেকে বুধবার পর্যন্ত কিন্ডারগার্ডেন ও প্রাইমারি স্কুলগুলোর ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। রাজধানী বেইজিংয়ে পার্টিকেল ম্যাটার (পিএম) ২.৫ ঘনত্বের মাত্রা ২০০ ছাড়িয়ে গেছে। বেইজিং মিউনিসিপ্যাল এনভায়রনমেন্টাল মনিটরিং সেন্টারের মতে, এটা ইঙ্গিত করে যে বাতাস মারাত্মক রকম দূষিত হয়ে পড়েছে। পরিবেশ ও গৃহায়ণবিষয়ক কর্তৃপক্ষ যানচলাচল, নির্মাণ প্রতিষ্ঠান ও কলকারখানায় নজরদারি জোরালো করেছে। রেড অ্যালার্ট যারা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। বেইজিংয়ের পাশে তিয়েনজিনের কিছু এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রোববার সকালে ৩০০ মাত্রা ছাড়িয়ে গেছে। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।