Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমবাপেকে নিয়ে গুঞ্জন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কাতার বিশ্বকাপের শেষ ষোলতে জোড়া গোল করে ছাপিয়ে গেছেন পেলে ও ম্যারাডোনার রেকর্ড। টুর্নামেন্টে ৫ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার আগে ফ্রান্সের ২৩ বছরের তারকা কিলিয়ান এমবাপে। কোয়ার্টার ফাইনালে আগামী রোববার ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে তার দল। তবে বড় ম্যাচের আগে অনুশীলনে দেখা যায়নি এমবাপেকে। এরপরই শুরু হয়েছে গুঞ্জন। গত পরশু অনুশীলনে শুধু এমবাপ্পে নন, অনুপস্থিত ছিলেন ফ্রান্সের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডধারী অলিভিয়ের জিরুদও। বিশ্বকাপের আগে গোড়ালিতে চোট পেয়েছিলেন এমবাপে। কিন্তু তার কোনো প্রভাব পড়েনি আগের ম্যাচগুলোতে। তবে এবার কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা স্ট্রাইকারের অনুশীলনে না থাকাকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন, সত্যিই কি চোট রয়েছে তার? রোববারে ম্যাচে কি তবে দেখা যাবে না এমবাপেকে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ