Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনাহূত অতিথি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিওতে ইঁদুরের সাহসিকতা দেখে মানুষ হতবাক। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে একটি অ্যাকাউন্টের মাধ্যমে একটি মিটিংয়ের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যাতে দেখা যায় যে, উপস্থিত শ্রোতাদের উদ্দেশে বক্তৃতারত অবস্থায় অনুষ্ঠানের প্রধান বক্তার সামনে রাখা কেকে একটি ইঁদুর বসে আয়েশে খাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওটি ভারতের কোনো এলাকার বলে মনে করা হচ্ছে এবং তা কখন তোলা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না ভিডিও দেখে।

ইন্টারনেট ব্যবহারকারীরাও ভিডিওতে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, এটি এ রিপোর্ট লেখা পর্যন্ত ২২ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। সূত্র : জং অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ