Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪০ কোটি টাকা পাচারকারীর জামিন আবেদনের তদবিরকারীকে হাইকোর্টে তলব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১০:০১ পিএম

২৪০ কোটি পাঁচ লাখ ১৬০ টাকা পাচারের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ব্যবসায়ী আবু আহমদের জামিন আবেদনের তদবিরকারীকে তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আগামী ১২ ডিসেম্বর তাকে আদালতে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে বাসসকে জানান ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, চট্টগ্রামের সোনা চোরাকারবারি আবু আহমেদ ওরফে আবুর হাইকোর্টের আবেদনে তথ্য গোপন করে প্রতারণার অপরাধে তার তদবিরকারী নুর মোহাম্মদকে শোকজ করে তলব করেছেন। আগামী ১২ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়া নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট খুরশীদ আলম খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ