মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের রাজধানী বেইজিংয়ে করোনাভাইরাস টেস্টের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। এখন থেকে বাসিন্দাদের ক্ষেত্রে সুপার মার্কেট, অফিস ও বিমানবন্দরে প্রবেশে কভিড-১৯ নেগেটিভ রেজাল্টের প্রয়োজন হবে না বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম চায়না ডেইলি জানায়, বেইজিংয়ের বাসিন্দাদের আবারো স্বাভাবিক জীবনের জন্য প্রস্তুত করা হচ্ছে। তারাও প্রাক-মহামারী পর্যায়ে পৌঁছতে ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন। কিছুদিন ধরে নগর কর্তৃপক্ষ বিভিন্ন পর্যায়ে কভিড বিধিনিষেধ শিথিল করে আসছে। এখন মহামারীর প্রায় তিন বছর পর পুরোপুরি স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে বেইজিং। দেশটিতে বিনিয়োগকারীরাও বিভিন্ন খাত দিয়ে আবারো আশাবাদী হয়ে উঠছে। এদিকে পাতাল রেল ভ্রমণে টেস্টের প্রয়োজনীয়তাও বাতিল করেছে বেইজিং। ২৭ বছর বয়সী হু ডংক্সু স্টেশনে প্রবেশের আগে ভ্রমণ কার্ড সোয়াইপ করার সময় রয়টার্সকে জানান, মহামারী নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিকতার দিকে যেতে কর্তৃপক্ষের এটিই সবচেয়ে বড় পদক্ষেপ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।