Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ জনের আমৃত্যু কারাদণ্ড

ভারতে বিদেশি নারীকে ধর্ষণ ও হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কেরালা রাজ্যে লাটভিয়ার এক নারী পর্যটককে ধর্ষণের পর হত্যার অভিযোগে তিরুবন্তপুরমের দায়রা আদালত দুইজনকে এ সাজা দিয়েছে। ভারতের কেরালায় লাটভিয়ার এক নারী পর্যটককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দুইজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার কেরালা রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমের দায়রা আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে এ সাজা দেয়। ২০১৮ সালের মার্চে বোনের সঙ্গে কেরালায় বেড়াতে গিয়েছিলেন ৩৩ বছরের ওই নারী পর্যটক। যে রিসোর্টে ভাড়া ছিলেন সেখান থেকে ১৪ মার্চে নিখোঁজ হয়ে যান তিনি। এর ৩৮ দিন পর কোবালাম শহরের বিচ্ছিন্ন একটি ম্যানগ্রোভ বন থেকে তার লাশ উদ্ধার হয়। তার স্থানীয় গাইড এবং অন্য আরেকজন মিলে তাকে ধর্ষণের পর হত্যা করেছিল। ওই দুই ব্যক্তির একজনের নাম উমেশ এবং অপরজনের নাম উদয় কুমার। ছয়মাস আগে শুরু হয় মামলার বিচার। আদালতের বিচার প্রক্রিয়ায় দেখা গেছে, উমেশ (৩২) এবং উদয় কুমার (২৮) লাটভিয়ান ওই পর্যটককে ধর্ষণের আগে প্রচুর গাঁজা খাইয়েছিল। অভিযুক্ত দুজনকেই নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্টের অধীনে নিষিদ্ধ দ্রব্য বিক্রি ও অপব্যবহারের অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত রায়ে বলেছে, “দুই আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত তারা কারাগারে থাকবেন।” দুইজনই অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ জানালেও, এই দুই আসামি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে এবং আদালতে নিজেদের নির্দোষ বলে দাবি করেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ