Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ বছরে দ্বিগুণ হবে বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা দ্বিগুণ হতে যাচ্ছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে সৃষ্ট বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন বাড়াতে জোর দিয়েছে দেশগুলো। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বার্ষিক প্রতিবেদনে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। আইইএ জানিয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা ২ হাজার ৪০০ গিগাওয়াট বাড়বে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমানে চীনের সমগ্র বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার সমান। ২০২৭ সাল নাগাদ মোট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা ৫ হাজার ৬৪০ গিগাওয়াটে উন্নীত হবে। এ বৃদ্ধির হার গত বছরের পূর্বাভাসের তুলনায় ৩০ শতাংশ বেশি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইউরোপে জ্বালানি সরবরাহে লাগাম টেনেছে মস্কো। এ পরিস্থিতিতে বিশ্বজুড়েই জ্বালানি সংকট তৈরি হয়েছে। বেড়ে গিয়েছে গ্যাস ও জ্বালানি তেলের দাম। ফলে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র, চীন ও ভারত আগের পরিকল্পনার চেয়ে আরো দ্রুত নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে নীতি সংস্কারের পথে হাঁটছে। আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, নবায়নযোগ্য জ্বালানি এরই মধ্যে দ্রুত সম্প্রসারিত হতে শুরু করেছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকট এক্ষেত্রে সহায়তা করেছে। কারণ দেশগুলো তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়। গত ২০ বছরে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন যে পরিমাণে বেড়েছে, একই পরিমাণ উৎপাদন আগামী পাঁচ বছর বাড়তে চলেছে। রয়টার্স।

 

জর্জিয়ার জয়ে সেনেটে পোক্ত হলো বাইডেনের নিয়ন্ত্রণ
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সংসদের উচ্চকক্ষ সেনেটের জর্জিয়া অঙ্গরাজ্যের রান-অফ নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির রাফায়েল ওয়ারনক। তিনি রিপাবলিকান পার্টির হার্সেল ওয়াকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্থানীয় সময় মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জর্জিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী জয় পাওয়ায় সেনেটে এখন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হলো। সেনেটের মোট ১০০টি আসনের মধ্যে এখন বাইডেনের দল পেল ৫১টি আসন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে গেল ৪৯টি আসন। বিজয়ী ব্যাপটিস্ট যাজক ওয়ারনকের সঙ্গে রিপাবলিকান প্রার্থী সাবেক আমেরিকান ফুটবল তারকা হার্শেল ওয়াকারের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর প্রদর্শিত ফলাফলে দেখা গেছে ওয়ারনক অল্প ব্যবধানে জয় পেয়েছেন। এডিসন রিসার্চের ভাষ্য অনুযায়ী, ওয়ারনক পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট আর ওয়াকার ৮৯ দশমিক ২ শতাংশ। এখন ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সংসদের উচ্চকক্ষ সেনেটের ৩৫ আসনে ভোটাভুটি হয়েছিল। যার মধ্যে ৩৪টি আসনের ফলাফল পাওয়া গেলেও জর্জিয়া অঙ্গরাজ্যের কোনো প্রতিদ্বন্দ্বী এককভাগে ৫০ ভাগ তার বেশি ভোট পাননি। এ কারণে এখানে রান-অফ নির্বাচন আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে। জর্জিয়ার নির্বাচন কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিং জানিয়েছেন, রান-অফ নির্বাচনে সশরীরে ভোট দিয়েছেন ১৪ লাখ ভোটার। যা অঙ্গরাজ্যটির ইতিহাসে ভোটার উপস্থিতিতে নতুন রেকর্ড। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ১৯ লাখ ভোটার তাদের ভোট প্রদান করেন। এদিকে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পায়। যদিও প্রথমে মনে করা হয়েছিল তারা এবার বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পাবে। তবে সেনেটে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে সেটি আগেই জানা গিয়েছিল। জর্জিয়া অঙ্গরাজ্য ছাড়াই মধ্যবর্তী নির্বাচন শেষে ডেমোক্র্যাটসরা ৫০টি আসনে জয় তুলে নিতে সমর্থ হয়। ফলে ওই সময়ই সেনেটে তাদের নিয়ন্ত্রণ নিশ্চিত হয়। এখন আরেকটি আসন পাওয়ায় তাদের শক্তি বৃদ্ধি পেল। সেনেটে যেহেতু ডেমোক্র্যাটসরা ৫১টি আসন পেয়েছে ফলে বিচারক নিয়োগ ও সরকারের প্রশাসনিক পরিধি বৃদ্ধির বিষয়টি বাইডেনের জন্য সহজ হবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ