মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৩৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে গর্ভপাতের অনুমতি দিয়েছে ভারতের আদালত। ভ্রূণের মস্তিষ্কের কার্যকলাপ স্বাভাবিক নয় বলে গর্ভপাতের অনুমতি চেয়েছিলেন ওই নারী। এ আবেদনের ওপর শুনানিতে বিচারপতি বলেন, সমস্ত বিষয় বিবেচনার পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, এ ক্ষেত্রে মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। এর ওপর গুরুত্ব দিয়েই আদালত গর্ভপাতের অনুমতি দিচ্ছে। আবেদনকারী তার পছন্দের যে কোনো হাসপাতালে অবিলম্বে গর্ভপাত করাতে পারেন। ২৬ বছর বয়সী অন্তঃসত্ত্বা ওই নারীর পরীক্ষার পর জানা গিয়েছিল তার ভ্রূণের মস্তিষ্কের কার্যকলাপ স্বাভাবিক নয়। এ বিষয়ে শুনানিতে বিচারপতি আরও বলেন, নব প্রযুক্তির সাহায্য নিয়ে ইদানীং ভ্রুণের মস্তিষ্কের কার্যকলাপও জানা সম্ভব হচ্ছে। এই বিষয়টি কিন্তু যথেষ্ট উদ্বেগের। আমরা কি এমন সমাজের পরিকল্পনা করছি, যেখানে কেবল সুস্থ শিশুরাই থাকবে? আবেদনকারী নারী, তার স্বামী ও চিকিৎসকদের সমস্ত বক্তব্য শুনেই আদালত পরে গর্ভপাতের রায় দেয়। ২৪ সপ্তাহের বেশি অন্তঃসত্ত্বাদের গর্ভপাতের জন্য আদালতের অনুমতি নিতে হয় ভারতে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।