নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপ বাছাই পর্বের সাউথ এশিয়ান অঞ্চলে খেলতে বুধবার নেপাল গেল ১১ সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) দল। দলে আটজন খেলোয়াড় এবং কোচ ও কর্মকর্তা মিলিয়ে আরো তিনজন রয়েছেন। খেলোয়াড়রা হলেন- রামহিম লিওন বম, ইমরান হোসেন হৃদয়, নাফিজ ইকবাল, রিপন খান, খই খই সাই মারমা, সালেহা পারভীন, সামান্তা হোসেন তুসী, রেশমি তঞ্চাঙ্গা ও ঐশী রহমান।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে বৃহস্পতিবার শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টের খেলা। খেলা শেষে বাংলাদেশ দল দেশ ফিরবে ১২ ডিসেম্বর। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের কোচ মোহাম্মদ আলী। সাউথ এশিয়ান জোনের বাছাই পর্বের খেলায় জিতলে আগামী ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত কাতারের দোহায় অনুষ্ঠেয় এশিয়ান জোনের খেলায় অংশ নিতে পারবে বাংলাদেশ। কাল এ তথ্য জানান বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।